AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্র সমাজের ওপর আমরা অনেক ভরসা করি: সৈয়দা রিজওয়ানা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৬ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৫

ছাত্র সমাজের ওপর আমরা অনেক ভরসা করি: সৈয়দা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এখন আমাদের সময় দেশ গড়ার, এখন দেশ গড়তে না পারলে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ব। যা কারও জন্যই শুভকর নয়। বিশেষ করে ছাত্র সমাজের উপর আমাদের অনেক ভরসা রয়েছে। দেশে ফ্যাসিবাদ শেষ হয়েছে, গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের উৎসাহিত করি, তারা যেন এই বিষয়টি তাদের মনে রাখে।’

ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করবে এবং দেখবে এগুলো উসকানিমূলক ছিল কি না, এবং এতে মেডিকেট করার অন্য কোনো উপায় ছিল কি না। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, ধৈর্য ধরার জন্য।’

গণতন্ত্রের পথে যাওয়া কঠিন বলেও মন্তব্য করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘কোনো অসহিষ্ণু আচরণের কারণে যেন গণতন্ত্রের পথে চলতে কোনো বাধা সৃষ্টি না হয়। সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য উপযুক্ত পথ রয়েছে।’

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘দেশে বহু নদী ছিল, যা ধীরে ধীরে নাব্যতা সংকটসহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান। নদ-নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন।’

এ ছাড়া নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা উল্লেখ করে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সব সময় বিভিন্ন প্রভাবশালীরা দখলদারিত্ব নিয়ে ব্যস্ত থাকেন। আর গবেষণার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহযোগিতা করা উচিত। বাজেটে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত না হলেও বরাদ্দ কিছুটা বাড়ানোর চেষ্টা করব।’

এ ছাড়া প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাঁধ সংক্রান্ত যে জটিলতা আছে সেগুলো গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Shwapno
Link copied!