গত ডিসেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ১২.৯২ শতাংশে নেমে এসেছে, আর সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০.৮৯ শতাংশ।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে। গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩.৮০ শতাংশ, এবং সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১.৩৮ শতাংশ।
বিবিএসের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৮১ শতাংশ রেকর্ড করা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ দশমিক ০৪ শতাংশ। ডিসেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বরে ছিল ৯.৩৯ শতাংশ।
গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশে পৌঁছেছিল। এর আগে, ২০১১ সালের মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ ছিল ১৩ দশমিক ৮৭ শতাংশ। গত বছরের মার্চ থেকে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামেনি।
একুশে সংবাদ/ই.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

