AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রাজধানীতে দুই শিক্ষার্থীর মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৭ এএম, ১২ ডিসেম্বর, ২০২৫

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রাজধানীতে দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লা পরিবহনের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে।

নিহতরা হলেন— ২৫ বছর বয়সী ইরাম রেদওয়ান ও অপু আহমেদ। ইরাম এআইইউবি এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনার পর তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ জানান, একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ইরাম ও অপু মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়িটি তাদের মোটরসাইকেলের ওপর উঠে গেলে তারা মারাত্মকভাবে আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে প্রথমে অপু এবং কিছুক্ষণ পর ইরাম মারা যান।

দুজনেই ডেমরা থানার চিটাগাং রোড এলাকায় বাস করতেন। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, দুজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!