সাত কলেজের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখী সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করায় হাইকোর্ট মোড় থেকে সচিবালয় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের পাশের সংযোগ সড়ক থেকে প্রধান সড়কে উঠে এসে অবস্থান নেন।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শিক্ষাভবনের সামনের সড়কে বসে স্লোগান দিচ্ছেন—
‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’,
‘লিখে রাখো বাংলাদেশ, ঢাকেবি গড়বে দেশ’—ইত্যাদি।
পুলিশ সড়কের সামনে ব্যারিকেড দিয়ে চলাচলে বাধা তৈরি করেছে, ফলে পুরো লেনেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রসঙ্গত, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের পর রাতভর শিক্ষাভবন মোড়ে অবস্থান করার ঘোষণা দেন আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার। রাতেই অনেক শিক্ষার্থী সেখানে কাঁথা বিছিয়ে অবস্থান নেন। সকালে আরও শিক্ষার্থী এসে আবারও অবরোধে যোগ দেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না।
একুশে সংবাদ/ সা এ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

