AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিসা’র চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩০ পিএম, ১৬ নভেম্বর, ২০২৪
ভিসা’র চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল ব্র্যাক ব্যাংক

কার্ড ইস্যু ও আকুয়্যারিং এবং ভ্যালু-অ্যাডেডসার্ভিস ক্যাটেগরিতে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ, এই বছর ভিসা’র চারটি মর্যাদা পূর্ণ পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।

ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৪ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-কে কনজিউমার ডেবিট কার্ড, কমার্শিয়াল ডেবিট কার্ড, মার্চেন্ট আকুয়্যারিং পিওএস এবং ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস (ভিএএস)—এই চারটি ক্যাটেগরিতে পুরস্কার দেয়া হয়।

এই কনক্লেভ-এ বাংলাদেশে ডিজিটাল পেমেন্টই কোসিস্টেমে অবদান রাখা বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং মার্চেন্টদের সম্মানিত করা হয়।

ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী; বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আখতার কান্তা; ভিসা’র ভারত ও দক্ষিণএশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ; এবংভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম; এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

ক্রমবর্ধমান গ্রাহক সংখ্যা এবং সারাদেশে বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে কার্ড, ই-কমার্স এবং আকুয়্যারিং ব্যবসায় একটি শীর্ষ স্থানীয় ব্যাংক।

এই সম্মাননা প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “পরপর কয়েক বছর ভিসা থেকে পাওয়া এই মর্যাদা পূর্ণ পুরস্কার কার্ড ইস্যুও অ্যাকুয়্যারিং ব্যাবসায়ে আমাদের শক্তি মত্তা এবং প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন ব্যবসায়ি কক্ষে ত্র উদ্ভাবনের প্রতিফলন বহন করে।”

তিনি আরও বলেন, “আমাদের আকর্ষণীয় কার্ড অফার এবং সুবিস্তৃত অ্যাকুয়্যারিং সেবা গুলো, রিটেইল এবং এসএমই গ্রাহকদের বিশ্বাস অর্জনে সহায়ক হচ্ছে এবং আমাদের মার্কেট শেয়ার জোরদার করছে। একটি গ্রাহক-কেন্দ্রিক ব্যাংক হিসেবে, আমরা গ্রাহকদের চাহিদাপূরণ এবং ব্যবসায়িক ধারা বজায় রাখতে নতুন নতুন উদ্ভাবনী সেবা দিতে থাকবো। এই মাইল ফলক অর্জনে আমাদের স্টেক হোল্ডারদের অটুট সমর্থন এবং পার্টনারশিপের জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।"

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!