AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সয়াবিন তেলের দাম কমালো টিসিবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৮ পিএম, ১২ জুন, ২০২৩

সয়াবিন তেলের দাম কমালো টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিন তেলের দাম প্রতি কেজির দর ১০ টাকা কমিয়েছে। এতে টিসিবি থেকে ১০০ টাকা দরে ভোজ্যতেলটি কিনতে হবে সাধারণ মানুষ।

 

সোমবার (১২ জুন) সরকারি সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, চলতি মাসে ১ কোটি উপকারভোগী কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। মঙ্গলবার (১৩ জুন) থেকে তা সারাদেশে কিনতে পারবেন তারা।

 

বরাবরের মতো সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এবার তাদের কাছ থেকে লিটারে সয়াবিন তেল ১০০ টাকায় কিনতে পারবেনে হতদরিদ্র মানুষ। আগে যা ছিল ১১০ টাকা। তবে কেজিতে মসুর ডাল ৭০ টাকা এবং কেজিপ্রতি চিনি ৭০ টাকায় থাকছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

 

একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

 

এর আগে রোববার (১১ জুন) বাজারে সয়াবিন তেলের দাম কমায় সরকার। প্রতি কেজির দর ১০ টাকা কমানোর ঘোষণা দেয় তারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আর খোলা সয়াবিনের দাম হবে ১৬৭ টাকা। ২ টাকা কমে পাম অয়েলের নতুন দাম হবে ১৩৩ টাকা এবং পাম অয়েল সুপার হচ্ছে ১৬৫ টাকা।

 

একুশে সংবাদ/র.দ.প্র/জাহা

Shwapno
Link copied!