AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

প্রধানমন্ত্রীর তহবিলে সিএসআরের পাঁচ শতাংশ দিতে হবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৫ পিএম, ২৯ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রীর তহবিলে সিএসআরের পাঁচ শতাংশ দিতে হবে

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) পাঁচ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান হিসেবে জমা দিতে হবে।

 

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

ইতোমধ্যেই বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছর সিএসআর খাতে যে বাজেট ধরা হবে, তার পাঁচ শতাংশ অর্থ আগামী বছরের ৩০ মে’র মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তহবিলে জমা দিতে হবে। তহবিল দেওয়ার ক্ষেত্রে চলতি বছরের ১০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের উপর এক সার্কুলারে ফরমেট অনুসরণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তহবিলের আকার বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএসআর খাতের বরাদ্দের ৫ শতাংশ অর্থ এ তহবিলে অনুদান হিসেবে জমার সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ দেশের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিরবচ্ছিন্ন করার মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য উপযোগী মানবসম্পদ গঠন ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের আকার বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

 

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডিসেম্বর ভিত্তিক নিট মুনাফার (নিরীক্ষিত/অনিরীক্ষিত) ভিত্তিতে নির্ধারিত সিএসআরের বাজেট হতে ৫ শতাংশ অর্থ পরবর্তী বছরের ৩০ মে’র মধ্যে প্রধানমন্ত্রীর উল্লিখিত তহবিলের ব্যাংক হিসাবে জমা করতে হবে।

 

একুশে সংবাদ.কম/ইট/জাহাঙ্গীর

Link copied!