শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৮০০ তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্র মতে,এবি ব্যাংক ব্যাংক ৬০০ কোটি টাকার মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৬০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে। বন্ডটির অভিহিত মূল্য হবে এক হাজার টাকা। রেট হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এই বন্ডে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন ও বিভিন্ন স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবে। এর মাধ্যমে ব্যাংকটি টায়ার-১ মূলধন শক্তিশালী করবে।
এমটিবি ক্যাপিটাল লিমিটেড বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ইস্যু ম্যানেজার রিভার্সটোন ক্যাপিটাল এবং আন্ডার রাইটার হিসেবে কাজ করবে।
একুশে সংবাদ/রাফি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

