ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।
শনিবার বিকেলে বিএনপির পাঠাপাড়া অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা তোসিকুল ইসলাম তোসি, যুবদল নেতা তবিউল ইসলাম তারিফ এবং নজরুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ ইনকিলাব মঞ্চের মুখপ্রান্ত্র শরিফ উসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

