ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলি এবং সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে উচালিয়াপাড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মিয়ার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন:উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, রফিকুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সোহেব, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম খন্দকার, সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাল মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালীদ, উপজেলা জাসাসের আহ্বায়ক রিপন ঠাকুর, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব ফখরুদ্দিন বিজয়, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ইমরান খান ।
বক্তারা হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

