AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি জান্নাতী, সম্পাদক মুতাসিম নির্বাচিত


Ekushey Sangbad
ত্রিশাল উপজেলা, প্রতিনিধি ,ময়মনসিংহ
০৭:১৩ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি জান্নাতী, সম্পাদক মুতাসিম নির্বাচিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা: জান্নাতী বেগম সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সাদ সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।

নবনির্বাচিত সভাপতি মোছা: জান্নাতী বেগম বলেন, “আগামী এক বছরে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজকে আরও সোচ্চার করতে চাই। একই সঙ্গে ক্যাম্পাসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সাফল্য দেশ-বিদেশে, বিশ্বের দরবারে তুলে ধরতেও সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মুতাসিম বিল্লাহ সাদ বলেন, “এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধা, স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতি ন্যায্যতা, নৈতিকতা ও মূল্যবোধ চর্চার বিকাশে ভূমিকা রাখতে চাই।”

নবনির্বাচিত কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন:সাংগঠনিক সম্পাদক: দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আখলাকুল হাসান অনিক, কোষাধ্যক্ষ: ঢাকা মেইলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক: দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রইসুল আরাফাত, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক: আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল হাদী সিয়াম ।

নবনির্বাচিত কমিটিকে পরবর্তীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!