AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবীন-প্রবীণের মিলনমেলায় ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৭:০৮ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৫

নবীন-প্রবীণের মিলনমেলায় ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

‘সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার শিক্ষার বাতিঘর ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রার শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বেলা ১১টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক, ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই বিদ্যালয়ে আজ আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বাবা এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। আমার আজকের অবস্থানের পেছনে তাঁর অবদান অপরিসীম। শিক্ষাগ্রহণের পাশাপাশি আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. আইয়ুব খান বলেন, “ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষা ও মূল্যবোধ না থাকলে আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।”

উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৯৯৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. সামছুদ্দিন বলেন, “প্রায় ২৭ বছর আগে এই বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। বর্তমানে ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছি। শতবর্ষের এই আয়োজন আমাদের সবাইকে আবার একত্র করেছে, এটি সত্যিই আনন্দের।”

আরেক প্রাক্তন শিক্ষার্থী বলেন, “পুরোনো বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ হয় না। আজ মনে হচ্ছে আবার সেই পুরোনো দিনে ফিরে গেছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডেবোনেয়ার গ্রুপের চেয়ারম্যান নাইয়ারা নুর নিপা, আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, বিশিষ্ট সমাজসেবক আকিবুল খান, নীতিনির্ধারণী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. নুরুল হক চৌধুরী মনি, ড. দেওয়ান আব্দুল কাদির, অ্যাডভোকেট ইবাদুল ইসলাম, আবুল ফজল দোস্ত মোহাম্মদ খান, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার এবং সিনিয়র সদস্য সচিব ফারুক ওয়াদুদ খান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!