AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে আইইউমুনা’র নবীন বরণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
১০:১৪ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

ইবিতে আইইউমুনা’র নবীন বরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছায়া জাতিসংঘ (আইইউমুনা) ১৫০ নবীন সদস্য নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নম্বর রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে নবীন সদস্যদের ফাইল, কলম, ডেমো পাসপোর্ট, এবং প্লেকার্ডসহ বিভিন্ন শিক্ষনীয় উপকরণ উপহার প্রদান করা হয়। এছাড়াও, অনুষ্ঠানের শেষে সকল সদস্যের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুষ্টিয়া আইইএলটিএস কেয়ার এর পরিচালক দীপক কুমার মন্ডল, M2 Solution এর পরিচালক মাকসুর রহমান ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুশ সাকিব জিতুসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন, ভাষাগত দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামুলক আলোচনা করেন। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার বাইরে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য পরামর্শ দেন।

উল্লেখ্য, আইইউমুনা একটি শিক্ষার্থীভিত্তিক সংগঠন, যা জাতিসংঘের অনুকরণে আন্তর্জাতিক কূটনীতি, নেতৃত্ব ও বিতর্কের দক্ষতা গড়ে তোলে। এখানে শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা তৈরি, বিতর্ক ও পাবলিক স্পিকিং এর দক্ষতা উন্নয়ন, বৈশ্বিক ইস্যু নিয়ে সচেতনতা তৈরির লক্ষে ওয়াকসপ সেমিনার ট্রেনিংয়ের আয়োজন করে থাকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!