AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় বিরামহীনভাবে প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী


Ekushey Sangbad
এস এম সালাহউদ্দীন, আনোয়ারা, চট্টগ্রাম
০৮:২৪ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

আনোয়ারায় বিরামহীনভাবে প্রচারণা চালাচ্ছেন জামায়াতের প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। নির্বাচনী আমেজ ঘনিয়ে আসায় তিনি বিরামহীনভাবে মাঠে–ময়দানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তৃত গণসংযোগ করেন। এসময় স্থানীয় ভোটারদের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মীরা।

নেতাকর্মীরা জানান, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী পুরো নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালাচ্ছেন। সাধারণ মানুষের কাছে তিনি সুশাসন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন। তাঁর পক্ষে এলাকাজুড়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!