আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। নির্বাচনী আমেজ ঘনিয়ে আসায় তিনি বিরামহীনভাবে মাঠে–ময়দানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তৃত গণসংযোগ করেন। এসময় স্থানীয় ভোটারদের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মীরা।
নেতাকর্মীরা জানান, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী পুরো নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালাচ্ছেন। সাধারণ মানুষের কাছে তিনি সুশাসন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরছেন। তাঁর পক্ষে এলাকাজুড়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

