আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ-সদস্য (এমপি) পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ সরাইল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বাংলা ক্যাফে হোটেলে সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জেএসডি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-২ আসন শুধু একটি নির্বাচনী এলাকা নয়; এটি আমাদের শিকড়, সম্ভাবনা ও ভবিষ্যৎ। এ এলাকার মানুষের সার্বিক উন্নয়ন, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের সহযোগিতা, মতামত ও গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই। সাংবাদিকদের সমর্থন ও জনগণের আস্থায় আমরা একসঙ্গে গড়তে পারব একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও আধুনিক ব্রাহ্মণবাড়িয়া-২—সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক অংশকে কেন্দ্র করে।”
মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সরাইল উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার ওয়াস্তি এবং সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

