AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৪:৪৫ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

কালাইয়ে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

জয়পুরহাটের কালাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় শামীম আরা উপজেলার সার্বিক উন্নয়ন এবং তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নবাগত ইউএনও শামীম আরা আগে ঢাকা বিআরটিএ-তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৮ ডিসেম্বর তিনি জয়পুরহাটের কালাই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।

সভায় তিনি বলেন, “উপজেলার উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই পেশাগত সাংবাদিকদের সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতা আমার অন্যতম অগ্রাধিকার। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের ভূয়া বা মিথ্যা তথ্য প্রচারের হাত থেকে জনগণকে সচেতন রাখতে সাংবাদিকদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি মুনছুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগান, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান এবং বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি শুধু প্রশাসন ও সংবাদমাধ্যমের মধ্যে সম্পর্কের শক্তি বৃদ্ধিই ঘটায়নি, বরং সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও তৈরি করেছে। নবাগত ইউএনও শামীম আরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের উন্মুক্ত ও গঠনমূলক সংলাপের মাধ্যমে কালাইয়ের উন্নয়ন ও জনসেবা আরও কার্যকর হবে এবং জনগণ তথ্যভিত্তিক সেবার সুবিধা পাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!