মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন উপজেলা এমপিওভুক্ত সহকারী শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার সকালে উপজেলা এমপিওভুক্ত সহকারী শিক্ষক পরিষদের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম সিয়াম এবং সদস্য সচিব এ.কে.এম. কামরুল হাসান নেতৃত্বে এই শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু বলেন, “আপনারা এখানে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি নিজে শিক্ষক পরিবারের সন্তান। শিক্ষক পরিবারের প্রতি আমার সম্মান এখনো যথেষ্ট, এবং আমার ব্যবহার ও আচরণে কোনো শিক্ষক অসন্তুষ্ট হবেন না, সেই চেষ্টা করি। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমি সবসময় খোলা মনে শুনতে প্রস্তুত আছি, যাতে দ্রুত সমাধান করতে পারি।”
শিক্ষক মোঃ নুরুল ইসলাম সিয়াম মাদকদ্রব্য ব্যবহার এবং স্কুল সংলগ্ন কিছু এলাকায় ছুটি সময়ে অসভ্য ছেলেপেলেদের আনাগোনা বিষয়ে ইউএনও-এর দৃষ্টি আকর্ষণ করেন। 이에 ইউএনও জানান, বিষয়টি প্রশাসনের নজরে থাকবে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া শিক্ষক এ.কে.এম. কামরুল হাসান জানান, কিছু বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত সাউন্ড সিস্টেম দিয়ে গান বাজানোর বিষয়টি নজরে এসেছে। ইউএনও পরামর্শ দেন, ঘটনার সময় তাৎক্ষণিকভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হোক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

