রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪২ ফুট গভীরতা পর্যন্ত গর্ত খুঁড়ে ক্যামেরা দিয়ে অনুসন্ধান করেছেন, কিন্তু শিশুটিকে দেখতে পারেননি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্ধারকর্মীরা বড় পরিসরে খোঁড়া অব্যাহত রেখেছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং তিনটি এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে। উদ্ধারকারীরা শিশুটিকে অক্ষত অবস্থায় বের করার চেষ্টা করছেন।
ঘটনা বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটে। শিশু সাজিদ ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। প্রথমে তিনটি এক্সকেভেটর দিয়ে খনন কাজ করা হয়। এরপর সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে, সেখানে প্রবেশের চেষ্টা চলছে। পানি ও কাঁদার কারণে কাজ ধীরগতিতে এগোচ্ছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, ৪২ ফুট গভীরে এখনও শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারে খননের বিকল্প নেই, তাই আরও সময় লাগবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

