AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৪:০৪ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় ক্রমান্বয়ে পুলিশ সুপার উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রাগার এবং থানা কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরে উভয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন পুলিশ সুপার। তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং মামলা তদন্তে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপস্থিত সকলকে পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!