AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"গ্রাম আদালত কার্যক্রম" সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামে সমন্বয় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৩:৫৬ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

"গ্রাম আদালত কার্যক্রম" সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-এ-খুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও ফ্রেন্ডশিপের প্রতিনিধি আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আরিফুল ইসলাম রিগান, তামজিদ হাসান তুরাগ, মাসুদ রানা, আনোয়ার হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় সভায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধা বঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ৩ হাজার ৮৫টি আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে ২ হাজার ৮৫২টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ২ হাজার ৭৭৫টি মামলার। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!