কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে, কেশবপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ওলিয়ার রহমান ওরফে উজ্জল (৩৮) যশোর কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ৫ নভেম্বর ভোররাতে যৌথ বাহিনীর অভিযানে আটক ছিলেন।
যশোর কারাগারের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে আদালত থেকে কারাগারে হস্তান্তরিত উজ্জল অসুস্থ ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে কারা হাসপাতাল ও পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ছিল ২৮২৪। নিহতের বড় ভাই, কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল হোসেন অভিযোগ করেছেন, সেনা ক্যাম্পে আটক অবস্থায় উজ্জলকে নির্মম নির্যাতনের শিকার করা হয়েছে।
উজ্জলের মৃত্যুর খবর পাওয়ার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর জেনারেল হাসপাতালে যান এবং নিহতের পরিবারকে সান্তনা দেন। এসময় তিনি বলেন, “যত খারাপ লোকই হোক, বিচার এবং চিকিৎসা পাওয়ার অধিকার সবার আছে।” তার সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উজ্জলের জানাজা আজ (৭ ডিসেম্বর) সকাল ১০টায় কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

