বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পৌর শহরের বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
জেলা বিএনপির এ নেতা দোয়া অনুস্টানে তার বক্তব্যে অশ্রুসিক্ত নয়নে বলেন,বেগম খালেদা জিয়া "বাংলাদেশী জাতীয়তাবাদ"ঐক্যের প্রতীক। ফ্যাসিস্ট হাসিনা সরকাট তার প্রতি অবিচার করে দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন। পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আলী।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

