AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইউএনও হাবিবুল্লাহ

মোরেলগঞ্জে মৎস্য উৎপাদনের পাশাপাশি কৃষিতেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক



মোরেলগঞ্জে মৎস্য উৎপাদনের পাশাপাশি কৃষিতেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি/কৃষি মৌসুমে উফশী ও হাইব্রিড ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৭শ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে ইউএনও হাবিবুল্লাহ বলেন, “মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদনের পাশাপাশি কৃষিক্ষেত্রেও কৃষকরা ব্যাপক সাফল্য অর্জন করেছেন। রবি মৌসুমে ১৭শ কৃষকের মাঝে ২ কেজি করে বীজ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। আশা করি কৃষকরা এ প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, শহিদুল ইসলাম, সালমা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা।

উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ১৭শ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ২০০ কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!