জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নে পানিতে ডুবে তাসফিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়নের মোসলেমাবাদ আইগেনী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ওই এলাকার বাদশা আলীর মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল তাসফিয়া। একপর্যায়ে অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের এ ঘোষণা শুনে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। মা–বাবার কান্নায় এলাকাজুড়ে সৃষ্টি হয় ভারী পরিবেশ।
এর মাত্র চার দিন আগে একই ইউনিয়নে আরেক শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। স্বল্প সময়ের ব্যবধানে দুই শিশুর এমন করুণ মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয়রা শিশুর অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

