নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মণ্ডল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, নিকাহ রেজিস্ট্রার এবং গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প-সংশ্লিষ্ট সদস্যরা।
প্রধান অতিথি ইউএনও মুর্শিদা খাতুন বলেন, নারীর ক্ষমতায়নের পথে বাল্যবিবাহ প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ উপায়। নারীর উন্নয়নে বাল্যবিয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে আমরা সবাই অবগত। তাই এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতৃত্ব, নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, ইমাম, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

