গাইবান্ধা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার।
এতে আরও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মাহমুদুল হাসান, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল আলম, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভার শুরুতে সাদুল্লাপুর উপজেলার সার্বিক পরিচিতি উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।
এর আগে নবাগত জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ও ওসি (তদন্ত) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

