AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন কুড়িগ্রামের কৃতি খেলোয়াড় আরিফুর রহমান


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৪:৪১ পিএম, ২২ নভেম্বর, ২০২৫

জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন কুড়িগ্রামের কৃতি খেলোয়াড় আরিফুর রহমান

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। গত ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৬ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ অংশ নেন।

এতে বাংলাদেশের জন্য আসে আনন্দের খবর। কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মোঃ আরিফুর রহমান সুমন জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। অল্প সময়ের ব্যবধানে দারুণ লড়াই করেও সেমিফাইনালে কানাডার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে তিনি তৃতীয় স্থান নিশ্চিত করেন।

এছাড়া বাংলাদেশ আনসারের খেলোয়াড় সরিফ উদ্দিন ৬৫ কেজি মাইনাস ফাইটিংয়ে ব্রোঞ্জ, সাইফুল ৫৬ কেজি প্লাস ফাইটিংয়ে ব্রোঞ্জ, মুক্তা আহমেদ ৫৬ কেজি মাইনাস ফাইটিংয়ে ব্রোঞ্জ, নুসাইবা রহমান ৫৬ কেজি প্লাস ফাইটিংয়ে চতুর্থ এবং নাহিদা আহমেদ ইতু ৭৭ কেজি প্লাস ফাইটিংয়ে রৌপ্যপদক অর্জন করেন।

আরিফুর রহমান সুমন এর আগেও আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার দেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জিতে বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা লাভ করেন। পরে ২০২৩ সালে প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে একই বিভাগে রানার্সআপ হন এবং একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত অ্যাক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন।
২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও তিনি তাম্রপদক লাভ করেন। বর্তমানে বিশ্ব র‍্যাংকিংয়ে তার অবস্থান ২৩তম।

আরিফুর রহমান সুমন বলেন,“শৈশব থেকেই খেলাধুলার প্রতি গভীর আগ্রহ। কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। বাবা-মা, কুড়িগ্রাম এবং বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় জাতীয় দলে খেলতে পারছি—এটা আমার গর্ব। সামনেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারি মুক্তা আহমেদ বলেন,“বাংলাদেশের প্রতিভাবান ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকাকে মর্যাদা এনে দিয়েছেন। তাদের সাফল্যে বাংলাদেশের খেলাধুলায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হচ্ছে।” তারা ভবিষ্যতেও জাতীয় জুজুৎসু দলের আরও ভালো ফলাফলের আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!