বরিশালের উজিরপুর (বরিশাল-২ আসন) এলাকায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টায় উজিরপুর পৌরসভার ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলক, বামরাইল ও শিকারপুর ইউনিয়নের প্রায় ১০২ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. খোকন সরদারের পরিচালনায় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণসংযোগ করেন বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।
এ সময় আরো উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর হাফেজ কাওসার হোসাইন, পৌর জামায়াতে ইসলামের আমীর আল-আমীন সর্দার, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি–সম্পাদকবৃন্দসহ স্থানীয় কর্মীরা।
শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়। বিভিন্ন স্টেশন এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার থেকে ইচলাদী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।
বরিশাল-২ আসনের মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান বলেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার গঠন করে চাঁদাবাজ, মাদক, দুর্নীতি ও ঘুষমুক্ত বাংলাদেশ গড়বে। অতীতে যারা দেশ পরিচালনা করেছে, তারা সবাই দেশকে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এখন সময় এসেছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ার।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

