ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কাচন ডুমুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাজ চন্দ্র রায় (৩) ওই গ্রামের কোকিল চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়রা জানায়, শিশুটি বাড়ির সামনের উঠানে খেলছিল। হঠাৎ মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পায়। শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম শেখ জানান, শিশুটি বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, পুকুরের চারপাশে সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘন ঘন ঘটছে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

