পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা দলীয় অফিসে হামলা চালায়। এতে কেউ হতাহত না হলেও এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পৌর শহরের থানাপাড়া রোডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ঢুকে চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল বলেন,“দলীয় কার্যালয়ে হামলার ঘটনা উদ্বেগজনক। রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক রায় ঘোষণাকে কেন্দ্র করে এ হামলা হয়ে থাকতে পারে। বিকেলে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।”
ওসি সাকিউল আজম জানান,“দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

