গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে লাল মোন বিবি (৬৫) নামের এক দরিদ্র বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাধাগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লাল মোন বিবি কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের মৃত আশরাফ আলী সরদারের স্ত্রী।
ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এমদাদুল হক জানান, তিনি জীবিকার জন্য বিভিন্ন জায়গা থেকে লোহা, প্লাস্টিক, বোতল ও কাগজ কুড়িয়ে এনে ভাঙারির দোকানে বিক্রি করতেন। প্রতিদিনের মতো সেদিনও মালামাল বাছাই করার সময় লাল টেপে মোড়ানো জর্দার কৌটার ভেতরে থাকা ককটেলটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে লাল মোন বিবি গুরুতর আহত হন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলের নিচে গভীর ক্ষত এবং গাল ও কনুইয়ের উপরের অংশেও কেটে গেছে। অবস্থার অবনতি এড়াতে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

