AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির চলে যাওয়ার এক বছর আজ


Ekushey Sangbad
ভাঙ্গুড়া, পাবনা
০৪:১৪ পিএম, ২১ নভেম্বর, ২০২৫

ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির চলে যাওয়ার এক বছর আজ

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য, এবং সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ ফজর কবর জিয়ারত, কোরআন খতম এবং বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জানা যায়, জীবদ্দশায় আবু জাফর মঈন সিদ্দিকী ছিলেন কথায়, আচরণে ও কাজে ব্যতিক্রমী মানুষ। কর্মে ছিলেন শতভাগ পেশাদার। তার জীবনদর্শন ও সংবাদভাবনা ছিল অনন্য। জীবনযাপনও ছিল সাদামাটা। মেধা, মনন ও চিন্তায় তিনি নিজেকেও ছাড়িয়ে গিয়েছিলেন। দিন-মাস গড়িয়ে ভাঙ্গুড়া উপজেলায় নতুন ধরনের সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখার এই শিক্ষাবিদের চলে যাওয়ার এক বছর আজ পূর্ণ হচ্ছে। তিনি ছিলেন চিন্তা-চেতনায় আধুনিক, স্রোতের বিপরীতে হাঁটা এবং সাদা মনের মানুষ।

বাংলা স্যার নামেই অধিক পরিচিত আবু জাফর মঈন সিদ্দিকী ২০২৪ সালের ২১ নভেম্বর সকাল ১০টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ার নিজ বাড়িতে মারা যান। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী সাংবাদিক, কবি ও সংগঠক। দেশের পত্রিকায় ফিচার সাংবাদিকতার বিকাশে তার অবদান অনস্বীকার্য।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন,“সহজবোধ্য ও সাবলীল ভাষায় খবর লেখার দক্ষতার জন্য আবু জাফর মঈন সিদ্দিকী স্যারকে গণমাধ্যমকর্মীরা মনে ধরে রেখেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!