চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় পলাতক আসামী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, “গতকাল রাতে জেলার একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে পুলিশসহ শতাধিক ফোর্স অংশগ্রহণ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

