দিনাজপুরের পার্বতীপুরে একটি আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর ভস্মীভূত হয়েছে। শনিবার বিকেলে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর সরদারপাড়া গ্রামের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মালামালসহ ১০টি ঘর পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার দুপুরে মুঠোফোনে কথা হলে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ হুসাইন রাজু বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

