পাইকগাছার সবচেয়ে অবহেলিত ও দীর্ঘদিন বিচ্ছিন্ন জনপদ হিসেবে পরিচিত ওড়াবুনিয়ায় শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে গণসংযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর, ওড়াবুনিয়া ও চর গজালিয়া এলাকায় গণসংযোগের পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট মেরামতের জন্য স্থানীয়দের হাতে অনুদান প্রদান করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, “এই জনপদ শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতের মতো মৌলিক সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত। গত ১৭ বছরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষের প্রতি অবহেলা ও অনাদর চলে আসছে। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে ইনশাআল্লাহ এ বিচ্ছিন্ন জনপদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
গণসংযোগের সময় বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং ভবিষ্যতে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ওড়াবুনিয়ার মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা শুনে মাওলানা আবুল কালাম আজাদ তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

