মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
জিডিতে জারা উল্লেখ করেন, গত ১৪ নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামে একটি ফেসবুক পেজ থেকে তার ও তার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ও ভিডিও এডিট করে ভয়েস যোগ করে একটি ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি বিভিন্ন নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তাও পাঠানো হচ্ছে।
জারা ইসলাম বলেন, “আমি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মডেলিং করার সুবাদে আমার দেশব্যাপী একটি পরিচিতি রয়েছে। আমি ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি। তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আজকের অবস্থানে এসেছি। আমি মডেলিংয়ে সফল হওয়ায় একটি মহল আমার বিরুদ্ধে লেগেছে এবং আমার সম্মানহানি করছে। আমি এই সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন, “এ ব্যাপারে একটি জিডি পেয়েছি। আমরা সংশ্লিষ্ট আইডি শনাক্তের চেষ্টা করছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

