নেত্রকোনার কেন্দুয়ায় মাদক সম্রাট এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ বায়জিদ ভূঁইয়া (৪২), পিতা মৃত মমিন ভূঁইয়া, গ্রামের খালিজুড়া, আজ শনিবার সকাল আটটায় মজলিসপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের দায়িত্বে ছিলেন কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক শফিউল আলম।
মোঃ বায়জিদ ভূঁইয়া ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। একইসাথে ওয়ারেন্টভুক্ত আরেক আসামি মোঃ রাসেল মিয়া, পিতা সাদির মিয়া, গ্রাম-খালিজুড়া, গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তফাজ্জল হোসেন জানান, মোঃ বায়জিদ ভূঁইয়া একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরজন মোঃ রাসেল মিয়া একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের দুইজনকেই কেন্দুয়া থানায় প্রেরণ করা হয়েছে এবং সেখান থেকে নেত্রকোনা জেলা আদালতে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

