AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

মৌলভীবাজারে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



মৌলভীবাজারে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশে একযোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা বেলা ১টায় শেষ হয়। মৌলভীবাজার জেলার তিন কেন্দ্রে—জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়েল হাইস্কুল এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল—দুই শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি এহসান বিন মুজাহির, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।

পরীক্ষা কেন্দ্রগুলোতে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি উপচে পড়া ভিড়ের সৃষ্টি করেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম জানান, জুড়ী উপজেলায় এবার মোট ৭২১ জন শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। রাজনগর উপজেলা থেকে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে বলে সংগঠনটির উপজেলা সভাপতি মোস্তফা বকস জানিয়েছেন।

মৌলভীবাজার জেলা সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক জানান, জেলায় তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রয়োজন, এবং সেটিই করছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজিস্ট্রেশন নং এস-১০২৮/৯৮)।”

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!