পিরোজপুরের কাউখালীতে শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমরাজুড়ি ফেরিঘাট বাজারে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ সার্কেল, সাবিহা মেহেবুবা। এছাড়া বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক গাজী আনোয়ার হোসেন, আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ফেরিঘাট বাজার কমিটির সভাপতি লিমন তালুকদার, ব্যবসায়ী জামাল হোসেন, সঞ্জীব মন্ডল, আবু সুফিয়ান, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, মৎস্যজীবী জেলে মিজানুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউখালী থানার এসআই মোঃ মাসুদ।
প্রধান অতিথি সাবিহা মেহেবুবা বলেন, “পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনারা দিচ্ছেন। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দেবেন। প্রয়োজন হলে আমাকে সরাসরি মোবাইল ফোনে জানান, আপনার নাম গোপন রাখা হবে।”
সভাপতি ওসি মোঃ সোলায়মান বলেন, “এ দেশটা আমাদের সবার। সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। সাক্ষীর অভাবে মামলা দুর্বল হলে আসামিরা সহজে জামিনে বের হয়ে যায়। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে, অপরাধীদের কোনো দল নেই।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

