AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে গাছের চারা বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
১২:১৯ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে গাছের চারা বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রকার ফলের গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় কোটালীপাড়া থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সোলায়মান বিশ্বাস, নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বায়তুলমাল সম্পাদক মো. মহিবউল্লাহ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, রাধাগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা মামুনুর রশিদ, শুয়াগ্রাম সভাপতি ফরিদুজ্জামান, আমতলী ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আসলাম উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, “জামায়াতে ইসলামী শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়; মানুষের কল্যাণে কাজ করাকেই সর্বাধিক গুরুত্ব দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য জেলা গড়ে তুলতে বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে আজ গাছের চারা বিতরণ করা হলো।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে, ভয় বা প্রলোভনে নয়। আমরা দুর্নীতি করি না, কাউকেও করতে দেব না। জামায়াত ক্ষমতায় গেলে সুদ, ঘুষ ও দুর্নীতি বন্ধ হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”

চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!