আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল গুহ রোডস্থ আগ্রা চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুর রব বলেন, “দেশে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা কাজ করছি। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা আরও সুসংহত হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের আইনগত স্বীকৃতি আমাদের আন্দোলনের একটি অংশ। জামায়াতসহ আট দলীয় গণতান্ত্রিক জোট নিয়মিতভাবে এই স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। আমরা চাই ২০২৬ সালের জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হোক। যারা গণহত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “একসময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন চলত। আজ সেই শিক্ষার্থীরাই ইনসাফের রাজনীতির পক্ষে ম্যান্ডেট দিচ্ছে। এটি প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন ও ন্যায় ও সততার রাজনীতি চায়।”
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাডভোকেট আব্দুর রব। তিনি জানান, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এলাকার উন্নয়ন, পর্যটন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার বিস্তারে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূমিধস বিজয়ের মাধ্যমে সংসদে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন।
সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

