ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী মীর মুগ্ধ সরোবরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, দিয়ে বরণ করে নেওয়া হয়ে। পরবর্তীতে প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীনরা অনুভূতি প্রকাশ ও র্যাফেল ড্রয়ের আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, ফার্মেসী বিভাগের রেহনুমা তানজিমসহ নড়াইল জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতি সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমান বলেন, তোমরা স্কুল-কলেজে একটা গাইডলাইনের ভিতর দিয়ে পার করো। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে কোনো গাইড থাকে না। এতে অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। এক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজ করা জরুরি। তোমরা এখানে এসেছো মনে রাখবে, এটা হলো তৈরি করার জায়গা। নিজেকে কিভাবে তৈরি করবে, এটা তোমাকেই ভাবতে হবে। সবসময় নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা বলেন, `বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদনের একটি কারখানা। যে যেই বিভাগেই পড়াশোনা করি না কেন, সবকেন্দ্রিক জ্ঞান অর্জন করা দরকার। জীবনকে সার্থক করতে একাডেমিক রেজাল্ট, ইংরেজি ও আইটি সেক্টরে দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় দিককে অগ্রাধিকার দিতে হবে। সর্বোপরি মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করে যাবে এ আহ্বান করি।
উল্লেখ্য, নড়াইল জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

