AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, পুলিশ জানে না


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:৫৯ পিএম, ১৩ নভেম্বর, ২০২৫

ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, পুলিশ জানে না

ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে থানা পুলিশ দাবি করছে, এ ধরনের কোনো কর্মসূচির খবর তাদের কাছে নেই।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় মিছিলটি করা হয়। এতে ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী অংশ নেন।

নিষিদ্ধ ছাত্রলীগের ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, মশাল জ্বালিয়ে কয়েকজন নেতাকর্মী জড়ো হয়েছেন। তাদের মুখ অস্পষ্ট করা হয়েছে।

পোস্টের ক্যাপশনে রুবেল উল্লেখ করেন, আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “সারা রাত আমি নিজে রাস্তায় ছিলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!