AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও লেখকদের সম্মাননা


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৬:১৭ পিএম, ১৩ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও লেখকদের সম্মাননা

জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার বার্ষিক প্রকাশনা মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ লেখকদের সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, প্রফেসর জেড এম ফারুকী এবং জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক সাময়িকী/ম্যাগাজিন প্রকাশ করেছে। এতে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রকাশিত সাময়িকী জেলা প্রশাসকের কাছে জমা দেয়। পরে জেলা প্রশাসক যাচাই-বাছাই শেষে তিনটি প্রতিষ্ঠানকে সেরা এবং দশজন লেখককে শ্রেষ্ঠ হিসেবে বাছাই করেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য পেশার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!