টঙ্গি-ঘোড়াশাল ভায়া কালীগঞ্জ সড়কটি চারলেনে উন্নীত করার দাবীতে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন ঢাকা হতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বহু পরিবহন যাতায়াত করে। সড়কটি দুইলেন হওয়ায় কয়েক কিলোমিটারের মধ্যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের জন্য ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে টঙ্গি-ঘোড়াশাল সড়কটি চারলেনে উন্নীত করার দাবীতে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ সংলগ্ন কালীগঞ্জ বাজার বাইপাস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
এসময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-ছাত্রছাত্রী, বিভিন্ন পেশার সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. খায়রুল হাসান বলেন, রাজধানীর নিকটে থাকা কালীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বিগত সরকারের আমলে আধুনিকায়ন হয়নি। রাস্তাটি প্রশস্ত না হওয়ায় কালীগঞ্জ থেকে টঙ্গি যাওয়ার জন্য অটোরিকশা, সিএনজি ও লেগুনা ছাড়া উন্নত কোনো পরিবহন ব্যবস্থা নেই। সড়কটি চারলেনে উন্নীত হলে জনদুর্ভোগ লাঘব হবে এবং যাতায়াতের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। মানববন্ধনে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সড়কটি চারলেনে উন্নীত করার দাবি জানান।
মো. খায়রুল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

