AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনের ভিডিও, পুলিশ বলছে ‘ভিত্তিহীন’



সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনের ভিডিও, পুলিশ বলছে ‘ভিত্তিহীন’

সাতক্ষীরায় শহরের ঐতিহাসিক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের চারপাশে পোড়া চিহ্ন এবং পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি অক্ষত রয়েছে।

জুলাইযোদ্ধা ইমরান হোসেন বলেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পাশে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, “আগুন দেওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা উচিত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সহজেই ওই যুবককে শনাক্ত করা সম্ভব।”

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার যে খবরটি ছড়িয়েছে, তা সঠিক নয়। এ ধরনের কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!