রাজশাহীর মোহনপুরে অটোরিকশা ছিনতাইকারীর ছুরিকাঘাতে তানোরের ফজলুল করিম (৩৮) নামে একজন যুবক নিহত হয়েছেন। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের বাসিন্দা এবং ইব্রাহিম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ফজলুল করিম শহরের উদ্দেশ্যে অটোরিকশা ভাড়া নিয়ে যাচ্ছিলেন। কেশরহাট শিয়ালকোলা সড়কে একদল ছিনতাইকারী তার পথরোধ করে অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করে। প্রতিরোধ করার সময় তারা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত ফজলুলকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের পোস্টমর্টেম করা হবে এবং ছিনতাই চেষ্টার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

