শেরপুরের নকলায় বিএনপির অফিস ভাংচুর মামলায় কামরুল হাসান বুলবুল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে নকলা থানা পুলিশ। বুলবুলের বাড়ি উপজেলার দক্ষিণ নকলা (মাউড়া) গ্রামে। তার পিতার নাম নজরুল ইসলাম মাস্টার। তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।
শনিবার (৮ নভেম্বর )রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন, রবিবার (৯ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, বুলবুল ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম চিথলিয়া গ্রামে বিএনপির অফিস ভাংচুর মামলার সন্দেহভাজন আসামী। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

