দেশের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিএনপি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জেলা বিএনপি ও ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ নানামুখী সংকটে রয়েছে। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ড্যাব ও বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খান।
সভায় বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাড. মো. শফিকুল ইসলাম, অ্যাড. তারিকুল ইসলাম রুমা, অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, ডা. মো. মেজবাহ উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পি বি রায় সুপ্রিয় প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন—ড্যাবের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. নাজমুল হুদা বিপ্লব, সমাজকল্যাণ সম্পাদক ডা. জুনাইদুর রহমান লিখন, জেলা বিএনপির সদস্য ডা. শারমিন সুলতানা, ড্যাবের সহসভাপতি ডা. শহিদুল হক, ডা. রহিমা খাতুন শেফালী, সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মুসা খান, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক (১) ডা. মো. আক্তার হোসাইন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

