নওগাঁর নিয়ামতপুরে ১১ বছরের মমতা আক্তার মিম হত্যার প্রতিবাদে ও আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিহত মমতার পিতা মিনহাজুল ইসলাম, মাতা আশা বেগম, চাচা আক্তার হোসেন এবং পাড়ইল ইউনিয়নের সাবেক সদস্য পারুল বেগম। বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত চার আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

